ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ফেরী ও ঘাটের স্বল্পতাসহ মাওয়া রুটের গাড়ীর চাপে দৌলতদিয়া ঘাটে যানজট
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২১-০৯-১৮ ০২:২৬:৩৬
ফেরী ও ঘাটের স্বল্পতাসহ মাওয়া রুটের গাড়ীর চাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে -মাতৃকন্ঠ।

প্রয়োজনের তুলনায় ফেরী ও ঘাটের স্বল্পতাসহ মাওয়া রুটের (বাংলাবাজার-শিমুলিয়া) গাড়ীর চাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন।

   দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরী চলাচল বন্ধ থাকায় ওই রুটের গাড়ীগুলো দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করছে। সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছেড়ে অনেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটছেন। দৌলতদিয়ার ৭টি ঘাটের মধ্যে ৫টি চালু রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাটটি নদী ভাঙনের কবলে পড়ায় ও নদীর স্রোতের কারণে তেমন সক্রিয় নেই। ফলে ৫, ৬ ও ৭ নম্বর ঘাট দিয়ে সব ধরনের গাড়ী পারাপার হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ফেরী সংকট। এসব কারণে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত মহাসড়কের ৬ কিলোমিটার জুড়ে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়েছে।

   গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। আটকে থাকা যানবাহনের সারিতে শতাধিক দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন রয়েছে। এদিকে, মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কে গর্ত করা হয়েছে। এতে মহাসড়কে দুই লাইনে গাড়ী আসা-যাওয়া করছে। গোয়ালন্দ ফিড মিলের পর থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত মহাসড়কে বিভাজক না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

   বাংলাদেশ হ্যাচারিজ এলাকার সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) বিনয় চক্রবর্তী বলেন, ফেরীগুলো তুলনামূলক কম গতিতে চলাচল করছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় গাড়ীর চাপও একটু বেশী। আবার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে থাকা পণ্যবাহী গাড়ী একবারে ছেড়ে দেওয়ায় বাড়তি চাপ পড়েছে। এছাড়া বিকালের দিকে কাঁচামালের গাড়ী যাওয়া শুরু করে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়ী আগে ছেড়ে দেওয়ায় সাধারণ পণ্যবাহী গাড়ী পার হতেও সময় লাগছে। সব মিলিয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

   দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকে থাকা একটি বাসের চালক মিন্টু মিয়া জানান, ফেরীতে ওঠার জন্য তিনি প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। গরমের মধ্যে যাত্রী নিয়ে বসে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

   যশোর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন বলেন, তিনি বেলা ১১টা থেকে ঘাটে ঢোকার জন্য সিরিয়ালে আছেন। বিকাল ৪টা পর্যন্তও তিনি ঘাটে ঢুকতে পারেননি। অগ্রাধিতার ভিত্তিতে কাঁচামালের গাড়ী, যাত্রীবাহী বাস আগে ফেরীতে ওঠার সুযোগ করে দেওয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

   বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটসি)’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরী চলছে। বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরী চলাচল বন্ধ আছে। ওই রুটের গাড়ীগুলোও দৌলতদিয়া ঘাট দিয়ে পার হচ্ছে।  আবার প্রয়োজনের তুলনায় ঘাট ও ফেরী কম। এ জন্য দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ