ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে আরো ১৫ জনের করোনা শনাক্ত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-১৮ ১৪:৩৮:৩৩

রাজবাড়ী জেলায় আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৪৭৯ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১০ হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন এবং ৮০ জন মারা গেছেন। এছাড়া ২০৯ জন হোম আইসোলেশনে এবং ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
   গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১ জন রাজবাড়ী সদর, ২ জন কালুখালী ও ১ জন গোয়ালন্দ উপজেলার। এছাড়াও গত ১৪ ও ১৫ই সেপ্টেম্বর আরটি পিসিআরের মাধ্যমে ১১৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ১০ জন রাজবাড়ী সদর ও ১ জন বালিয়াকান্দি উপজেলার। 
   উল্লেখ্য, গত বছরের (২০২০) ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল শনিবার পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৭৯ জনের। তাদের মধ্যে ৫ হাজার ৩৭ জন সুস্থ হয়েছেন এবং ৪৫ জন মারা গেছেন। পাংশা উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯৮ জনের। তাদের মধ্যে ২ হাজার ৫২১ জন সুস্থ হয়েছেন এবং ২২ জন মারা গেছেন। কালুখালী উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৭৮১ জনের। তাদের মধ্যে ৭৫১ জন সুস্থ হয়েছেন এবং ৫ জন মারা গেছেন। বালিয়াকান্দি উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৭৯২ জনের। তাদের মধ্যে ৭৭৯ জন সুস্থ হয়েছেন এবং ৫ জন মারা গেছেন। গোয়ালন্দ উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১১৯ জনের। তাদের মধ্যে ১ হাজার ১০১ জন সুস্থ হয়েছেন এবং ৩ জন মারা গেছেন। এর পাশাপাশি করোনার শুরু থেকে এ পর্যন্ত ৪০ হাজার ৭৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৭১৮ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৫৭ জনের।

 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ