ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মী করোনায় মারা গেছেন
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২১-০৯-২১ ১৪:০৬:০০

রাজবাড়ী জেলায় আওয়ামী লীগের ১৮ জন নেতা-কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদেরকে স্মরণ করা হয়। 
   জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জানান, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহান, সহ-সভাপতি আব্দুস ছাত্তার মিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরুদ্দিন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা খন্দকার কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ গোলাম মোস্তফা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নূরুজ্জামান মিয়া, সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম  শফিউদ্দিন পাতা, সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জলিল মল্লিক, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদ আলী শেখ, একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কোটন, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম শেখ, একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মন্টু, সহ-সভাপতি আব্দুল লতিফ মুন্সী, সদস্য তাজুল ইসলাম মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ মিয়া ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মৃত্যুবরণ করেছেন। 
   কাজী ইরাদত আলী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণের সংকট মোকাবেলা করা সম্ভব হয়েছে। এই সংকট মোকাবেলায় শেখ হাসিনার প্রজ্ঞা ও দৃঢ়তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। করোনাকালীন সময়ে জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। জেলা আওয়ামী লীগ আজীবন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ