ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে আরো ১২ জনের করোনা শনাক্ত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-২২ ১৫:১৯:১৭

রাজবাড়ী জেলায় আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ হাজার ৪৯৮ জনের করোনা শনাক্ত হলো।
   গতকাল ২২শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ২ দিনে (২১ ও ২২শে সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়। তাদের ১ জন বালিয়াকান্দি এবং আরেকজন গোয়ালন্দ উপজেলার। এছাড়াও গত ১৮ ও ১৯শে সেপ্টেম্বর আরটি পিসিআরের মাধ্যমে ১৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৭ জন রাজবাড়ী সদর উপজেলার এবং ১ জন করে পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার।  
   উল্লেখ্য, গত বছরের (২০২০) ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ২২শে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৯৮ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের। অপরদিকে, গতকাল পর্যন্ত ৪০ হাজার ৫১৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আরটি পিসিআরের মাধ্যমে ২৮ হাজার ৮৪ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩৮ জন হোম আইসোলেশনে এবং ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ