ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পদ্মায় বিলীন হলো রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরের চরসিলিমপুর সঃ প্রাঃ বিদ্যালয়
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৯-২৪ ১৪:৩৯:৩১

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর এলাকায় আবারও পদ্মা নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে চরসিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। 

   গতকাল ২৪ সেপ্টেম্বর সকাল থেকে ভাঙ্গন দেখা দিলে বিদ্যালয়টিসহ ১০০মিটার এলাকার সিসিব্লক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও ঝুঁকিতে রয়েছে ওই এলাকার নদী পাড়ের মানুষের বসতভিটা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা।

   সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটি ভেঙ্গে নদীগর্ভে চলে গেছে। ভাঙ্গন দেখা দেয়ায় চরসিলিমপুরের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

   স্থানীয় বাসিন্দা রিপন শেখ বলেন, সকালের দিকে হঠাৎ ভাঙ্গন শুরু হয়। স্কুল নদীতে চলে গেছে। আমরাও ঘর-বাড়ী নিয়ে দুশ্চিন্তায় আছি। কখন যেন নদীতে ভেঙ্গে চলে যায়। 

   চর সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী ফকির জানান, সকাল ১১টার দিকে স্কুল ভবনের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের নিয়ে দুশ্চিন্তায় আছি। বর্তমানে স্কুলে ১০৮ জন শিক্ষার্থী রয়েছে। 

   মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, স্কুলটির ভাঙ্গনের খবর শুনে আমি সাথে সাথে সেখানে যাই। ইউএনও স্যার এসেছিলেন। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এবং উপজেলা শিক্ষা অফিসারও পরিদর্শন করে গেছেন। আমার পরিষদের একজন মেম্বারের বাড়ী স্কুলের পাশেই। তার বাড়ীটিও ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। 

   রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, আমরা ভাঙ্গনের জায়গায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছি। আগামীকাল থেকে বালু ভর্তি জিও টিউব ফেলার কাজ করবো। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ