বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজবাড়ীর কালুখালীতে উপজেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক এক কথায় উত্তর দেওয়া ১০০টি প্রশ্নের দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মূল্যায়ন কমিটি উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করেন। এতে ১০০ নম্বরের মধ্যে সাড়ে ৫৬ নম্বর পেয়ে আখরজানি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সায়িমা আক্তার মীম ১ম, ৪০ নম্বর পেয়ে একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ঐশি আহম্মেদ ২য়, ৩৯ নম্বর পেয়ে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী সাহা ৩য়, ৩২ নম্বর পেয়ে আখরজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নন্দীতা রাণী ৪র্থ ও ৩১ নম্বর পেয়ে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা হানি ৫ম হয়।