ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম দিন উদযাপন
  • মোখলেছুর রহমান
  • ২০২১-০৯-২৮ ১৪:১০:৩০

রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা  হয়েছে। 

   এ উপলক্ষে গতকাল ২৮শে সেপ্টেম্বর দুপুরে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাস্টার, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সৌজন্যে বন বিভাগ থেকে প্রাপ্ত ১ হাজার ৫শত গাছের চারা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় জেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান এবং পাংশা উপজেলা বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ