প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী পুলিশ লাইন্সে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে গত ২৮শে সেপ্টেম্বর দুপুরে পুলিশ লাইন্স জামে মসজিদে এই দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন, পুলিশ লাইন্সের আরআইসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।