ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শহরের আস্থা মা ও শিশু হাসপাতালের পরিচালক জাকিয়া কারাগারে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৯ ১৫:০৭:২১

জয়িতা পুরস্কারে ভূষিত রাজবাড়ী শহরের আস্থা মা ও শিশু হাসপাতালের পরিচালক জাকিয়া সুলতানা(৪০) এখন কারাগারে।
একটি চেক ডিজঅনার মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আটক হয়ে গত ২৩শে সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন তিনি। 
২০১৭ সালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন রাজবাড়ী জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম পিন্টু।
জানা যায়, রকিবুল ইসলাম পিন্টুর কাছ থেকে ২৯লক্ষ ৭০হাজার টাকা হাওলাত নেন জাকিয়া সুলতানা। হাওলাতকৃত টাকা পরিশোধের জন্য বিগত ২০১৭ সালের ১৫ই অক্টোবর তিনি রকিবুল ইসলামকে ২৯ লক্ষ ৭০ হাজার টাকার একটি চেক লিখে দেন। টাকা উত্তোলনের জন্য চেকটি রকিবুল ইসলাম ওই দিনই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজবাড়ী শাখায় জমা দেন। কিন্তু জাকিয়ার একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে ব্যাংক কর্তৃপক্ষ। চেক ডিজঅনারের পর একই বছরের ৩০শে অক্টোবর টাকা পরিশোধের জন্য আইনজীবির মাধ্যমে জাকিয়া সুলতানাকে লিগ্যাল নোটিশ প্রদান করেন রকিবুল ইসলাম। পরদিন লিগ্যাল নোটিশটি গ্রহণ করেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ২০১৭ সালের ১২ই ডিসেম্বর রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলা দায়ের করেন রকিবুল ইসলাম পিন্টু।
এ মামলা দায়েরের পর ২০১৮ সালের ২৯শে জুলাই জাকিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আর রায় ঘোষণা করা হয় ২০১৯ সালের ২৪শে এপ্রিল। রায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় প্রথম আদালতের যুগ্ম- দায়রা জজ মোঃ পারভেজ শাহরিয়ার তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডসহ চেকের সমপরিমান টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকে জাকিয়া সুলতানা পলাতক ছিলেন। অবশেষে তাকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার ভাড়া বাসা থেকে গত ২৩শে সেপ্টেম্বর রাতে গ্রেফতার করে পুলিশ।
 খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ী বাজারের কাদেরীয়া মার্কেটের ৩য় তলায় আস্থা গার্মেন্টেস নামে ছোট্ট একটি দোকান রয়েছে জাকিয়া সুলতানার। শহরের পাবলিক হেলথ এলাকায় তিনি আস্থা মা ও শিশু হাসপাতাল নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করে লাইসেন্স বিহীন কার্যক্রম পরিচালনা করেন। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে উক্ত ক্লিনিককে জরিমানা করা হয়। 
এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানা গেছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ