আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ‘তথ্যেই অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’-স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯শে সেপ্টেম্বর বেলা ১১টায় রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার চঞ্চল সরদার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। যেহেতু জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক-তাই জনগণের ক্ষমতায়নে তথ্য অধিকার আইন নিশ্চিত করা অত্যাবশ্যক। যদি জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা যায় তাহলে সরকারী ও বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। দুর্নীতি কমে যাবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে।
সভা সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। এ সময় জিটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।