ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৯-২৯ ১৫:১০:১৬
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকন্ঠ।

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

   জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়েন্দা সংস্থা এনএসআই’র  উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মফিজুর রহমান, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সরকার, গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, বালিয়াকন্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক, পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ মোঃ আসাদুজ্জামান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

   সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গা পূজা একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে আমরা এই পূজা উদযাপন করবো-তবে তা স্বাস্থ্য বিধি মেনে করতে হবে। পূজা মণ্ডপে আসা ভক্ত-দর্শনার্থীদের মাস্ক পরিধানের বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। পূজা মণ্ডপগুলোর আলোকসজ্জার ক্ষেত্রে বৈদ্যুতিক লাইনের যেন ত্রুটি না থাকে সেদিকেও নজর দিতে হবে। পত্র-পত্রিকায় দেশের বিভিন্ন স্থানে পূজার প্রতিমা ভাংচুরের খবর পাওয়া যাচ্ছে। এ জন্য পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মণ্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবকদেরও সতর্ক থাকতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও পূজা মণ্ডপগুলোর জন্য সরকারীভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। আশা করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা সম্ভব হবে। 

   পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আশঙ্কার কিছু নেই। যেসব জায়গায় পূজার প্রতিমা গড়া হচ্ছে তার সব জায়গাতেই আমাদের নজরদারী রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মাঠ রয়েছে। আমাদের বিট অফিসারগণ মন্দিরে মন্দিরে যাচ্ছেন। শারদীয় দূর্গা পূজার উৎসব উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি সবাই একত্রিত হয়ে কাজ করবো। আশঙ্কার কিছু নেই।

   পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের চেয়ে এবার দুর্গা পূজার সংখ্যা বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করাসহ সুষ্ঠু-সুন্দরভাবে পূজা উদযাপনে তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন। 

   সভায় জানানো হয়, এ বছর সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে রাজবাড়ী জেলায় মোট ৪৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে বালিয়াকান্দি উপজেলায় ১৪৯টি, পাংশায় উপজেলায় ১০৮টি, রাজবাড়ী সদর উপজেলায় ১০২টি, কালুখালী উপজেলায় ৬১টি ও গোয়ালন্দ উপজেলায় ২৩টি দুর্গা পূজা উদযাপিত হবে। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ