যেখানে বাল্য বিয়ের খবর পাব, সেখানেই আমরা ছুটে যাব। সবসময় বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করবো। আমাদের প্রিয়জনকে আমরা বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা করতে সবসময় সচেষ্ট থাকবো।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গতকাল ৩০শে সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এমন শপথ করে। বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় কিশোর-কিশোরী ক্লাবগুলো এ অনুষ্ঠান পালন করে।
জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা বলেন, আমরা আমাদের কোন বন্ধু কিংবা সহপাঠীকে হারাতে চাই না। বাল্য বিয়ের মতো ভয়াবহ ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে আমরা কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা কাজ করবো। বাল্য বিয়ের খবর পেলেই তা প্রতিহত করা হবে।
বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের জেন্ডার প্রমোটর সারমিন আক্তার তৃপ্তি ও জান্নাতুল আঁখি বলেন, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আমাদের ৭টি ইউনিয়নে স্থাপিত ৭টি কিশোর-কিশোরী ক্লাবেই দিনটির তাৎপর্য তুলে ধরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ক্লাবের সদস্যরা বাল্য বিয়ে প্রতিরোধে সচেষ্ট থাকবে বলে অনুষ্ঠানগুলোতে শপথ করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন বলেন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা প্রকল্পটি চালুর পর থেকেই বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। গত ২৪শে সেপ্টেম্বর ক্লাবের সদস্যরা বালিয়াকান্দির সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দেয় এবং ঐ ছাত্রীর অভিভাবকের কাছ থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকাও নিয়ে আসে। বাল্য বিয়ে প্রতিরোধে এরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা রাখছি।