ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে আবারো ভাঙন॥ঝুঁকিতে শহর রক্ষা বেরীবাঁধ
  • শিহাবুর রহমান
  • ২০২১-১০-০২ ১৪:৫০:৪৭
পদ্মায় পানি কমতে থাকলেও তীব্র স্রোতের কারণে গত ১লা অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে নদীর পাড় ধসে যায় -মাতৃকন্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে আবারো ভাঙন দেখা দিয়েছে। পদ্মায় পানি কমতে থাকলেও তীব্র স্রোতের কারণে শুক্রবার সন্ধ্যায় প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে নদীর পাড় ধসে যায়। এতে চরম ঝুঁকির মধ্যে রয়েছে রাজবাড়ী শহর রক্ষা বেরীবাঁধ। ভাঙন কবলিত এলাকা থেকে শহর রক্ষা বেরীবাঁধের দুরত্ব মাত্র ১০/১২ মিটার। 

স্থানীয়রা জানান, নদীতে তীব্র স্রোতের কারণে শুক্রবার সন্ধ্যার দিকে গোদার বাজার এলাকায় ভাঙন শুরু হয়। এতে মুর্হুতের মধ্যেই সিসি ব্লক দ্বারা নির্মিত নদীরপাড় ধসে নদীগর্ভে চলে যায়। এসময় ৩টি বসতবাড়ীও বিলীন হয়ে যায় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে রাতেই ভাঙন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডর উপ-নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন, শুক্রবার বিকেলে গোদার বাজার এলাকায় হঠাৎ করেই ভাঙন দেখা দেয়। ভাঙনের খবর পেয়েই সেখানে সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। এছাড়া সকালে সেখানে জিও টিউব ফেলা হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ