রাজবাড়ীতে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ২৮ ও ২৯শে সেপ্টেম্বর আরটি পিসিআরের মাধ্যমে ১৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। গতকাল ২রা অক্টোবর তাদের রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ২ জনই রাজবাড়ী সদর উপজেলার। এছাড়াও গতকাল র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের কারও করোনা শনাক্ত হয়নি।
উল্লেখ্য, গতকাল ২রা অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলায় আরটি পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৪৮২ জনের। তার মধ্যে ১০ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১০ হাজার ৪১১ জন সুস্থ হয়েছেন এবং ৮০ জন মারা গেছেন। এছাড়া ৪৭ জন হোম আইসোলেশনে এবং ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।