রাজবাড়ী সদর উপজেলার মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৩রা অক্টোবর সকালে মিজানপুর ইউনিয়নের বেনীনগরে পদ্মা নদীর বদ্ধ জলাশয়ে দেশী প্রজাতির ১৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষ প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কুরবান আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।