রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নবীণ ২০ জন নবীণ আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সাধারণ আইনজীবী পরিষদের আয়োজনে গতকাল ৪ঠা অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা এডঃ ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ স্বপন কুমার সোম, সাবেক সভাপতি এডঃ মনজুর মোরশেদ, এডঃ এটিএম মোস্তফা মিঠু, এডঃ কাজী আব্দুল বারী কুটিন, এডঃ মোঃ শহীদুজ্জামান, এডঃ মাহবুব রহমান, এডঃ রেজাউল করিম রেজা, এডঃ তসলিম উদ্দিন আহম্মেদ তপন, এডঃ রফিকুল ইসলাম, এডঃ মনোয়ারা খাতুন, এডঃ বিপ্লব কুমার রায়, এডঃ রহিমা খাতুন লিলি, এডঃ নারায়ণ চন্দ্র দত্ত, এডঃ আব্দুল মজিদ, এডঃ আইয়ুব আলী খান, নবীণ আইনজীবী এডঃ তপন, এডঃ রাজীব, এডঃ সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডঃ বিজন কুমার বোস ও এডঃ খান মোঃ জহুরুল হক। অনুষ্ঠানে ২০২১ সালের বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন নবীণ আইনজীবীকে (এডঃ বিপ্লব, এডঃ তপন, এডঃ রাজীব, এডঃ ফিরোজ, এডঃ নাজমুল, এডঃ মোশাররফ, এডঃ জিয়াউর রহমান, এডঃ সম্রাট, এডঃ মাহবুব, এডঃ সবুজ, এডঃ শাহীন, এডঃ জহুরুল, এডঃ কাইয়ুম, এডঃ পুলক, এডঃ মিতালী, এডঃ আইরিন, এডঃ আসমা, এডঃ ইয়াছিন, এডঃ মামুন ও এডঃ মনিক) ফুল ও কলম-ডাইরী উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী এম.এ খালেক, আবুল কাশেম মোল্লা, আক্কাস আলী খান, সুকুমার চন্দ, আবুল কাশেম (২), সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুমসহ সারা দেশের প্রয়াত আইনজীবীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।