করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুলের পক্ষ থেকে বালিয়াকান্দিতে ৫শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল ২১শে জুন সকালে আশিক মাহমুদ মিতুলের পক্ষে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড ও বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাক্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছ, বহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।