পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে লোহা দিয়ে বাঁধ তৈরী করলেও থাকবে না। তাই পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
গতকাল ৬ই অক্টোবর বেলা ১১টার দিকে রাজবাড়ী সদরের গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেড়ীবাঁধের প্রকল্প (ফেজ-২) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের (৩৩৪) সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন-উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ, গোয়েন্দা সংস্থা এনএসআই’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাবসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি আরও বলেন, লীজ দেয়া বালুমহালের নির্দিষ্ট এরিয়া থেকে বালু উত্তোলন করতে হবে এবং সেটা সকাল ৬টা থেকে সন্ধা ৬টার মধ্যে করতে হবে। কারণ রাতে বালু উত্তোলন করা হলে উত্তোলনকারীরা নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে উত্তোলন করবে এবং বাঁধের পাশ থেকে বালু উত্তোলন করে বাঁধের ক্ষতি করবে। এতে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের কোটি কোটি টাকাও গচ্চা যাবে। আমি ভাঙন এলাকার মানুষ। তাই ভাঙন এলাকায় যারা বসবাস করেন তাদের কষ্ট আমি বুঝি। আমাদের উপর আস্থা রাখুন। নতুন করে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১৭শত কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটির জন্য ২/৩ বছর লেগে যেতে পারে। এ জন্য সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে। তার আগে আমরা বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করবো।
উল্লেখ্য, পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সফরসঙ্গীদের সাথে পাটুরিয়া থেকে নদী পথে স্পিডবোটযোগে ভাঙন পরিস্থিতি দেখতে দেখতে রাজবাড়ীর গোদার বাজারে আসেন। সেখানে পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি কালুখালীর উদ্দেশ্যে রওনা দেন।