ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ীতে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে ডিসির নিকট স্মারকলিপি
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-০৭ ১৬:৩৩:৪১

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে রাজবাড়ীর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

   বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জির নেতৃত্বে গতকাল ৭ই অক্টোবর দুপুরে শতাধিক মানুষের মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলাবাসীর পক্ষে আলহাজ্ব আকবর আলী মর্জির স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পদ্মা নদী বেষ্টিত রাজবাড়ী জেলা। জেলার বড় একটা অংশ জুড়ে রয়েছে পদ্মা নদী। অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের ফলে বর্তমানে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ হুমকির মুখে। যে কোন মুহূর্তে বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে শত শত বসতবাড়ী, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গতে ভাঙ্গতে এখন বাঁধের মাত্র ১০০ মিটারের মধ্যে চলে এসেছে। ইতিপূর্বে নদী ভাঙ্গন রোধের জন্য সরকারী বরাদ্দের ৩৭৬ কোটি টাকার কাজ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে সমাপ্ত হয়েছে, যা বাঁধ রক্ষায় কোন কাজেই আসে নাই। এ অবস্থায় পদ্মা নদীর গ্রাস থেকে রাজবাড়ী শহর রক্ষায় কয়েক দফা দাবী জানানো হয়। দাবীগুলোর মধ্যে রয়েছে-পদ্মা নদী তথা চর ইজারা দেয়া বন্ধ করা, ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা, অবৈধ বালু উত্তোলনকারীদের আইনের আওতায় এনে বিচার করা, নদী ভাঙ্গন রোধে বরাদ্দকৃত কাজের দুর্নীতির সঠিক তদন্ত করা, পদ্মা নদীতে প্রশাসনের নজরদারী বাড়ানো, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির দেয়া নির্দেশনার সঠিক বাস্তবায়ন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শহর রক্ষা বাঁধের জন্য মেগা প্রকল্প বরাদ্দ নিয়ে বাস্তবায়ন, উত্তোলনকৃত সমস্ত বালু রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা ইত্যাদি। রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় অবস্থিত আলহাজ্ব আকবর আলী মর্জির বাসভবন প্রাঙ্গণ থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদানকালে আকবর আলী মর্জির ভাতিজা ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ