ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর খানখানাপুর ও দৌলতদিয়া থেকে ২ মাদক বিক্রেতা গ্রেফতার॥গাঁজা ও ইয়াবা উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-০৯ ১৫:৪৫:১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়ীয়া ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ২ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 
   এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ৮ই অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। 
   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানকালে ঢেকিগাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আবু সহিদকে এবং দৌলতদিয়া বাজার থেকে ৮০ পিস ইয়াবাসহ অপর মাদক বিক্রেতা রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৯ই অক্টোবর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।  

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ