ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-১০ ১৫:১২:৩৯
রাজবাড়ী জেলা শিশু একাডেমীর আয়োজনে গতকাল ১০ই অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

 ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
   জেলা শিশু একাডেমীর আয়োজনে গতকাল ১০ই অক্টোবর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
  অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা ও স্কুল ছাত্রী অর্পিতা শশী অর্চি প্রমুখ রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংস্কৃতিক সংঘের সভাপতি সাদমান সাকিব রাফি।
  আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু একাডেমীর শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। এরপর বক্তৃতা, আবৃত্তি, ছাড়া, কবিতা, ছবি আঁকা ও দৌড় প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ