ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নারীদের সাথে রাজবাড়ী পৌরসভার মেয়র তিতুর শুভেচ্ছা বিনিময়
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-১০ ১৫:১৬:৪৮
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল ১০ই অক্টোবর বিকালে রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের বিনোদপুর আটাশ কলোনী এলাকায় হিন্দু নারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু -মাতৃকণ্ঠ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। 
  গতকাল ১০ই অক্টোবর বিকালে রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের বিনোদপুর আটাশ কলোনী এলাকার সাবেক যুব মহিলা লীগ নেত্রী লাবনী আক্তারের বাড়ীর উঠানে হিন্দু নারীদের সাথে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। 
  এ সময় পৌর মেয়র আলমগীর শেখ তিতু তাদেরকে পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। যুগের পর যুগ ধরে আমরা এদেশের হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। পরস্পরের ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আশা করি প্রতিবারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। আমরা সকলে মিলেমিশে এই উৎসবে শামিল হবো। যুব মহিলা লীগ নেত্রী লাবনী আক্তারসহ স্থানীয় হিন্দু নারীরা এ সময় উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, পৌর মেয়র আলমগীর শেখ তিতু বিনোদপুর আটাশ কলোনী ছাড়াও গতকাল ১০ই অক্টোবর পৌরসভার ৯টি ওয়ার্ডেই একইভাবে হিন্দু সম্প্রদায়ের নারীদের সাথে দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।     

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ