ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
রাজবাড়ী সদরের খানগঞ্জে সন্ত্রাসী তান্ডবে একই পরিবারের ৫জন জখম হলেও থানায় মামলা হয়নি !
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-০৮ ১৫:৩৭:৩৬
রাজবাড়ী সদর উপজেলার খোদ্দদাদপুর গ্রামে পূর্ব শত্রƒতার কারণে স্থানীয় সন্ত্রাসীরা একই পরিবারের ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করলেও থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউপির খোদ্দদাদপুর গ্রামে গত ২৪শে এপ্রিল পূর্ব শত্রƒতার কারণে স্থানীয় সন্ত্রাসীরা একই পরিবারের ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় ৭জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের হলেও তা দীর্ঘদিনেও এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি। 
  করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে সন্ত্রাসীদের তান্ডব চললেও ন্যায় বিচার পাচ্ছে না ঘটনার শিকার হওয়া একই পরিবারের নির্যাতিত ৫জন।
  অভিযোগ সূত্রে প্রকাশ, খোদ্দদাদপুর গ্রামের ব্যবসায়ী আঃ গফুর শেখের মেয়ে সোনিয়া আক্তারের বিয়ের পূর্ব থেকে একই গ্রামের আপ্তাব মল্লিকের ছেলে রাজিব মল্লিক(২৭) বিভিন্নভাবে উত্যক্ত করতো। গত ২৪শে এপ্রিল সোনিয়া আক্তার ও তার স্বামী রুহুল আমিন আঃ গফুর শেখের বাড়ীতে বাড়ীতে আসে। ওই দিনই বিকাল ৩টার দিকে রাজিব মল্লিক তার সহযোগী খোদ্দদাদপুর গ্রামের মহসিন মন্ডল(২৭), সাকিল মন্ডল(২৫), রানা মন্ডল(২৬), রুহুল আমিন মল্লিক(২৬), সাব্বির মন্ডল(২১) ও জোকাই গ্রামের শাওন মন্ডল(২৩) এর সাথে দলবদ্ধভাবে আঃ গফুর শেখের বাড়ীতে প্রবেশ করে রাজিব মল্লিক আঃ গফুর শেখকে বলে আমার অনুমতি ছাড়া মেয়েকে বিয়ে দিয়েছে কেন। আঃ গফুর শেখ তার কথার প্রতিবাদ করলে মহসিন মন্ডল তার হাতে থাকা দা দিয়ে আঃ গফুর শেখের মাথার পিছনের দিকে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। আঃ গফুর শেখের স্ত্রী জাহেদা বেগম স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে রানা মন্ডল তার হাতে থাকা লাঠি দিয়ে তার বাম হাতে আঘাত করে জখম করে এবং রাজিব মল্লিক তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আঃ গফুর শেখের ছেলে জাহিদ হোসেন(২৮) ঠেকাতে গেলে সাব্বির মন্ডল লোহার রড দিয়ে তার বাম হাতে আঘাত করে জখম করে। সোনিয়া আক্তার এগিয়ে গেলে শাওন মন্ডল লাঠি দিয়ে তাকে মারপিট করে জখম করে। ছনিয়া আক্তারের স্বামী রুহুল আমিন ঠেকাতে গেলে রুহুল আমিন মল্লিক তার হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারপিট করে জখম করে। এছাড়াও তারা আঃ গফুর শেখের বাড়ী-ঘর ভাংচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ঘরে ঢুকে শোকেচের ড্রয়ার থেকে নগদ টাকা নিয়ে যায়। তাদের শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা খুন-জখমের হুমকী দিয়ে চলে যায়। পরে আহতরা সকলেই রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। 
  এ ঘটনায় আহতদের চিকিৎসা শেষে আঃ গফুর শেখের ছেলে জাহিদ হোসেন বাদী হয়ে গত ২রা মে রাজিব মল্লিক, মহসিন মন্ডল, সাকিল মন্ডল, রানা মন্ডল, রুহুল আমিন মল্লিক, সাব্বির মন্ডল ও শাওন মন্ডলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু ঘটনার ১৫দিন অতিবাহিত হলেও থানায় অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি।
  নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, ঘটনায় জড়িতরা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও খানগঞ্জ ইউপির চেয়ারম্যান শালিসের আশ্বাস দিয়ে পুলিশকে বিদায় দেয়। কিন্তু পরে আর শালিস করেনি। এছাড়াও অভিযুক্ত মহসিন মন্ডলের ভাই একটি জেলায় পুলিশে চাকুরী করায় তার প্রভাবে ঘটনার সাথে জড়িতরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। 
  স্থানীয়রা আরো জানায়, মারপিটের শিকার আঃ গফুর শেখ ও তার পরিবারের সদস্যদের ওই সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন করাসহ বাড়ী থেকে বের হলে রাস্তায় প্রতিবন্ধকতাসহ হুমকী দিচ্ছে।
  এদিকে গতকাল ৮ই মে বিকালে রাজবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলেও কোন আসামী গ্রেফতার বা থানায় মামলা রেকর্ড হয়নি। এলাকাবাসী ও ভূক্তভোগীরা এ ব্যাপারে রাজবাড়ী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।   

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ