ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্য
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১৪ ১৫:১০:১৫
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৪ই অক্টোবর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গেলে আয়োজকরা তাঁকে ফুলেল অভ্যর্থনা জানায় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৪ই অক্টোবর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। 

  পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপগুলোর কমিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

  এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও সাবেক  সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকনসহ আয়োজক পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, এ বছর গোয়ালন্দ উপজেলায় ২১টি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ