ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসব সমাপ্ত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১৫ ১৪:০২:০১
গোয়ালন্দে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

  গতকাল ১৫ই অক্টোবর সন্ধ্যার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলার পৌর শহরে ৫নং ওয়ার্ডের পদ্মা মোড় এলাকায় নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মন্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিধি-নিষেধের কারণে শোভাযাত্রায় ভক্তদের সংখ্যা ছিল অন্য বছরের তুলনায় কম। 

  গোয়ালন্দ পদ্মার মোড় এলাকার নদী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা ঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেয়া হয়।

  উল্লেখ্য, এ বছর গোয়ালন্দ উপজেলায় ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ