ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পূজা মন্ডপ ভাংচুরের ঘটনায় রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদের অবস্থান কর্মসূচি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-১৫ ১৪:০২:৫২
কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় গতকাল ১৫ই অক্টোবর দুপুরে রাজবাড়ী শহরের পাট বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ -মাতৃকণ্ঠ।

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় গতকাল ১৫ই অক্টোবর দুপুরে রাজবাড়ী শহরের পাট বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে অবস্থান কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা। 

  এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা সভাপতি প্রদীপ্ত কান্ত চক্রবর্তী কান্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সদর উপজেলার সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক স্বজন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  এ সময় তারা পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ