ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-১৫ ১৪:০৩:৫০
রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে গতকাল শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীর উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে।

  গতকাল ১৫ই অক্টোবর বিকালের পর থেকে করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরণের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন শুরু হয়। রাজবাড়ী শহরের ভাজন বাড়ী, গোদার বাজার পদ্মা নদী, বাঁশহাটের লেকসহ বিভিন্ন ঘাটে ও নদীতে মন্ডপ থেকে  প্রতিমা নিয়ে এসে বিসর্জন দেয় সনাতন ধর্মাবলম্বীরা। 

  এর আগে ভক্তরা বিষাদ ভুলে হাসিমুখে দেবী মাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিসর্জনের আগ পর্যন্ত তারা একে-অন্যকে সিঁদুরে রাঙান, নাচ-গান করেন, যেন সারা বছর এমন আনন্দে কাটে। 

  সনাতন ধর্মমতে, বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ¥ী, সরস্বতীসহ চলে যান কৈলাসে স্বামীর ঘরে। তিনি আবার এক বছর পর নতুন শরতে ‘পিতৃগৃহ’এই ধরণীতে ফিরবেন। দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, চলে গেলেন দোলায় বা পালকি চড়ে।

  বিসর্জনে আসা দিলীপ দাস জানান, মা দেবী দুর্গা সকল মানুষকে ভালো রাখুক। পৃথিবীটা যেন ভালো থাকে। অশুভকে বিনাশ করেন। পাশাপাশি দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। আজকের দিনে এই আশাই আমি করি মা দেবীর কাছে। 

  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা বলেন, এ বছর রাজবাড়ী জেলায় ৪৪৩টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। আজকে জেলায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা শেষ হবে। 

  উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলায় ৪৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ১০১টি সদর উপজেলায়, ১৪৯টি বালিয়াকান্দি উপজেলায়, ১০৮টি পাংশা উপজেলায়, ৬১টি কালুখালী উপজেলায় ও ২৩টি গোয়ালন্দ উপজেলায়। জেলায় দুর্গাপূজার নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী ছিলো কঠোর অবস্থানে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ