ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বালিয়াকান্দিতে ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-১৭ ১৪:০৫:৩৮
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম থেকে পুলিশ ২ কেজি গাঁজাসহ জিয়াউর রহমান মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ জিয়াউর রহমান মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
  বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ই অক্টোবর রাতে এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে জিয়াউর রহমান মন্ডলকে গ্রেফতার করে। সে কোনাগ্রামের মৃত তাইজাল মন্ডলের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৭ই অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হয়।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ