ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে কৃষকদের মাঝে বীজ-সার ও প্যাকেট বিতরণ
  • কাজী তানভীর মাহমুদ
  • ২০২১-১০-১৯ ১৪:১৬:৪৭
মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৯শে অক্টোবর কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ, সার ও সংরক্ষিত বীজ বিক্রয়ের জন্য প্যাকেট বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ, সার ও সংরক্ষিত বীজ বিক্রয়ের জন্য প্যাকেট বিতরণ করা হয়েছে।

  গতকাল ১৯শে অক্টোবর বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ(৩য় পর্যায়) প্রকল্পের আওয়ায় ১৫জন কৃষকের মাঝে বীজের প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় সবজি পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৫০ জন কৃষকের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়। 

  এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন সেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন ও মুনমুন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ