গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে গতকাল ১৯শে অক্টোবর সদর উপজেলার বিনোদপুর এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১টি ট্রাক হতে ৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও নিত্য গোপাল নামে একজন ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ এবং পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।