রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গতকাল ১৯শে অক্টোবর বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বসবাস করবো এবং যার যার ধর্ম পালন করবো। আমরা রাজবাড়ী জেলার মানুষ কোন সাম্প্রদায়িক অপশক্তির কাছে মাথা নত করবো না।