সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৯শে অক্টোবর বিকালে বিশাল শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ী বাজার এলাকা প্রদক্ষিণ করে শহরের রেলগেটেস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। পূজার সময় মন্ডপে হামলার মতো ঘটনা মেনে নেয়া যায় না। যারা এর নেপথ্যে রয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের পাশে রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন তখন তা বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, পূজা মন্ডপ, বসতবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ এই হীন অপচেষ্টা রুখে দিবে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ মিলেই দেশকে স্বাধীন করেছেন। সবাই যার যার ধর্ম পালন করবেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহ্রাব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।