ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৭জন জেলের কারাদন্ড॥১জনের জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-২০ ১৫:১৯:৩০

রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৭জন জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১জনকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদার নেতৃত্বে গত ১৯শে অক্টোবর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এই সাজা দেওয়া হয়। 

  এছাড়াও অভিযানকালে জেলেদের কাছ থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছ ভবদিয়া এতিমখানায় বিতরণ করা হয়। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

  উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ঠা অক্টোবর থেকে সারা দেশে ২২ দিনের ইলিশ আহরণের সরকারী নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যা আগামী ২৫শে অক্টোবর সমাপ্ত হবে।  

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ