রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মোল্লাপাড়া গ্রামে গতকাল ২০শে অক্টোবর বিকালে একটি ভবনের নির্মাণাধীন ৪তলার ছাদ থেকে পড়ে জিয়াউল হক জিয়া(৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।
নিহত জিয়া রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের মোঃ লোকমান প্রমানিকের ছেলে।
নিহত জিয়াউল হক জিয়ার খালাতো ভাই আক্কাস বিশ্বাস জানান, গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শহরের সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল জলিল মাষ্টারের বাড়ীর নির্মাণাধীন চারতলা ভবনের ছাঁদে চিলেকোঠায় রাজমিস্ত্রী জিয়া ও তার ২জন জোগালে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত জিয়া পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই বাড়ীর মালিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল মোল্লা(৭৩) জানান, তার বাড়ীর ৪তলার কাজ করার জন্য নির্মাণ শ্রমিক ঠিকাদার মোঃ আব্দুল হান্নানের সাথে চুক্তি করেন। চুক্তি অনুয়ায়ী ঠিকাদার আব্দুল হান্নান কর্তৃক নিয়োগ করা রাজমিস্ত্রী জিয়া ও ২জন সাহায্যকারী(জোগালে) ছাঁদের চিলেকোঠায় কাজ করছিল। কাজ করার সময় জিয়া অসাবধানতাবশত চেয়ার থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে তিনি নিচে এসে স্থানীয়দের সাথে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মানসুবা তাবাচ্ছুম বলেন, হাসপাতালে আনার আগেই ওই রাজমিস্ত্রীর মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই মোঃ খোকনের নেতৃত্বে থানার পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।