পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)-১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ২০শে অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাহাবুদ্দীন আহমেদ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ জালাল উদ্দিন এবং পাংশার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম। সভা সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।
এ সময় গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলামসহ আলেম-ওলামা, ইমাম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জীবন ও কর্ম আমাদের অনুসরণ করতে হবে। রাসুল (সাঃ) কিভাবে চলতেন, কি করতেন সেটা অনুসরণ করা, পালন করা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। যারা নিজেদের মুসলমান বলে দাবী করে তারা এর বাইরে চলতে পারে না। আমাদের নবীজীর জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তাঁর এক নম্বর গুণ ছিল তিনি ধৈর্য্যশীল ছিলেন। যে কোন পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করতেন। তিনি ছিলেন ক্ষমাশীল। যারা তার ক্ষতি করতো তাদেরকেও তিনি ক্ষমা করে দিতেন। নবীজী আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য্যধারণ করা, ক্ষমা করা। নবী করিম(সাঃ) এর জীবনী আমাদের সবার জানা দরকার, যেন আমরা তা অনুসরণ করে আদর্শ মানুষ হতে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আজকের দিনটি ইসলামের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। মহানবী(সাঃ) বিশ্ব মানবতার মুক্তির দূত ছিলেন। তিনি মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা নিতে হবে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
আলোচনা সভার শেষে পবিত্র কোরআন তেলোয়াত, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী।