ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে আটক ৫টি জেলে নৌকার মালিককে জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২১ ১৪:২৫:৪৯
গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৫টি জেলে নৌকার মালিককে গত ২০শে অক্টোবর রাতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৫টি জেলে নৌকার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গত ২০শে অক্টোবর রাত ৮টার দিকে পদ্মা নদীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে আটক করে মৎস্য সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৪ জনকে ৫হাজার টাকা করে এবং ১জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়। 

  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ এবং ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। 

  উল্লেখ্য, প্রধান প্র্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ঠা অক্টোবর থেকে সারা দেশে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যা আগামী ২৫শে অক্টোবর সমাপ্ত হবে।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ