রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩জন সদস্য গ্রেফতার হয়েছে।
গতকাল ২২শে অক্টোবর সকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মন্ডল পাড়ার গোলাম বেপারীর ছেলে মিজান বেপারী(২৬), রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রামের রাজা শেখের ছেলে রিশাদ শেখ(১৯) ও একই উপজেলার খানখানাপুর এলাকার হোসেন বেপারীর ছেলে গাফফার বেপারী(৩৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, উদ্ধারকৃত মোটর সাইকেলটি মজিদ শেখ নামে এক ব্যক্তির। গত ১০ই অক্টোবর দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে তার মোটর সাইকেলটি চুরি হয়। পরে সে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।