ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
  • আশিকুর রহমান
  • ২০২১-১০-২৩ ১৪:৩৫:১৮
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গত ২২শে অক্টোবর সকালে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানা চত্ত্বরে আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- এই শ্লোগান নিয়ে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে গত ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
  দিবসটি উপলক্ষে থানা চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
  সভায় বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।
  এ সময় থানার সার্জেন্ট জয়ন্ত সরকার, এসআই আসিফ ইকবাল ও জিল্লুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
  এছাড়াও, সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ