ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবকের নার্সারীতে আগুন
  • আশিকুর রহমান
  • ২০২০-০৫-১০ ১২:৫২:৪৮

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামে গত ৩১শে মার্চ পূর্ব শত্রুতার জেরে মোঃ সজীব খাঁন নামে এক যুবকের নার্সারীতে আগুন দিয়ে গাছপালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
  ভুক্তভোগী যুবকের অভিযোগ, ঘটনার পরপরই তিনি মামলা দায়ের করতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার বিষয়টি মিমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে মামলা করতে নিষেধ করেন। তবে এতোদিনেও তারা বিষয়টি মিমাংসা করে না দেওয়ায় এবার তিনি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
  গতকাল ৯ই মে বিকেলে সরেজমিনে গেলে ভুক্তভোগী যুবক সজীব খাঁন বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে গত ৩১শে মার্চ দুপুরে আমাদের গ্রামের আফজাল মোল্লা আমার ২৫ শতাংশ জমির উপর গড়ে তোলা নার্সারীতে আগুন দেয়। এতে নার্সারীর ১৫ হাজার মেহগনি গাছের চারা, ৫ হাজার ইপিলইপিল গাছের চারা, ২৫০ টি মেহগনি গাছ, ১০-১২ টি আম গাছ,৭ টি তাল গাছ ও ২০-২৫ টি কলাগাছ পুড়ে নষ্ট হয়ে যায়। সে সময় আমি মামলা করতে চাইলে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার মেম্বার আমাকে মামলা করতে নিষেধ করেন। তারা স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করে দিতে চান। কিন্তু এই দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা কোন মিমাংসা করে দেননি। যে কারণে আমি এখন আফজালের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
  এ বিষয়ে কথা বলতে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

 

রাজবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশে
রাজবাড়ীতে সাড়ে তিন ঘন্টা পর পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ চালু
রাজবাড়ীর ৩নং বেড়াডাঙ্গায় আক্কাস আলী মিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ