রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা খোকন মিয়া (৪৪)কে পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩রা নভেম্বর ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত খোকন মিয়া চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানাধীন দশমী গ্রামের উম্বার আলীর মিয়ার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত খোকন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।