ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা ইমাম কমিটির নতুন পরিষদের শপথ গ্রহণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-০৪ ১৪:২৩:৫৭
রাজবাড়ী জেলা ইমাম কমিটির ৪১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ গতকাল ৪ই অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা ইমাম কমিটির ৪১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ৪ই অক্টোবর বিকালে রাজবাড়ীর শহরের পৌর অনুপম সুপার মার্কেটে অবস্থিত জেলা ইমাম কমিটির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে শপথ বাক্য পাঠ করান জেলা ইমাম কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর জেলা ইমাম কমিটির বিদায়ী সভাপতি ও ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মুনীরের সভাপতিত্বে আলোচনা পর্বে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক আক্কাস আলী, জেলা ইমাম কমিটির নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা, পাংশা উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা খন্দকার আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইমাম কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোফাজ্জাল হোসাইন আব্বাসী।
  অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ইমাম কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলেম-ওলামাদের বিপদ-আপদে পাশে থাকে। এছাড়াও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে। কমিটিকে ইমামদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ইসলামে আছে কোন বিধর্মীদের উপর হামলা করা যাবে না। এই জেলার ইমামরা সেই ভূমিকাই পালন করছেন। সবাইকে ইসলামের সঠিক শিক্ষা নিতে হবে। উস্কানীমূলক কোন কাজ করা যাবে না। কমিটির যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। আলোচনা পর্বের শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা একেএম শাহাবুদ্দিন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ