তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৬২ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৭৫ জনসহ মোট ৩৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
গতকাল ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত যাচাই-বাছাইতে তাদের সকলের মনোনয়ন পত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে রতনদিয়া, মাজবাড়ী ও মদাপুর ইউনিয়নের, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুল রহমানের অফিস কক্ষে মৃগী ও সাওরাইল ইউনিয়নের এবং উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষের অফিস কক্ষে বোয়ালিয়া ও কালিকাপুর ইউনিয়নের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ হবে বলে প্রার্থীদের আশ্বস্ত করেন।