ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
কালুখালীর রতনদিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিলুফার নির্বাচনী পথসভা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২১-১১-০৮ ১৩:১৮:৫৭
আগামী ২৮শে নভেম্বর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাচিনা পারভীন নিলুফার নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর কালুখালী উপজেলার আগামী ২৮শে নভেম্বর ১নং রতনদিয়া ইউপির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাচিনা পারভীন নিলুফার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ৮ই নভেম্বর সন্ধ্যায় রতনদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রুপসা সুইচগেট চত্তরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, যুবলীগ নেতা খলিলুর রহমান, এ্যাডঃ আনোয়ার হোসেন, কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক সোহেল আলী মোল্লা, কালুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারন সম্পাদক সাগর মন্ডল, এছাড়া আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুল কাদের, হাফিজুর রহমান লাল্টু, সেলিমুর রেজা ও রবিউল ইসলাম রবি প্রমুখ বক্তব্য রাখেন।
  প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী মেহেদী হাচিনা পারভীন নিলুফাকে আগামী ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে কাধে কাধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ