ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে নির্বাচনী দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে এসপির ব্রিফিং
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-১০ ১৩:২৬:২৯

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল ১০ই নভেম্বর দুপুরে গোয়ালন্দ ঘাট থানা প্রাঙ্গণে উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং করেন। ব্রিফিংকালে তিনি সকলকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি এবং ডিএসবির ডিআইও-১সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ