ঢাকা সোমবার, মে ১৯, ২০২৫
রাজবাড়ীতে পুলিশের টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-০৫ ১৬:০৪:১২

রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা গতকাল ৫ই মে সকালে সরকারী আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে।
 জানা গেছে, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা’র সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের মধ্যে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 লিখিত পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(অপস্) মোঃ সিদ্দিকুর রহমান ও রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
 এ সময় নিয়োগ কার্যক্রম বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা শেষে ২৪২ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। এর মধ্যে লিখিত পরীক্ষায় ২৩৯ জন অংশ গ্রহন করে। ৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে পুলিশের টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
গোয়ালন্দে পুলিশের অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার ৪জন গ্রেপ্তার
 মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ