ঢাকা সোমবার, মে ১৯, ২০২৫
রাজবাড়ী জেলার থানা-ফাঁড়িগুলো জনগণের আস্থা ও ভারসার জায়গায় পরিণত করা হবে----নবাগত পুলিশ সুপার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১৮ ১৬:২৯:০৭

 রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেছেন, জেলা পুলিশ সবসময় নিরপেক্ষভাবে কাজ করবে। কারোর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পুলিশ কাজ করবে না।
 গতকাল ১৮ই মে দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
 পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলার থানা-ফাঁড়িগুলো জনগণের আস্থা ও ভারসার জায়গায় পরিণত করা হবে। সার্কেল অফিস হবে জনগণের সেবাকেন্দ্র। থানাকে প্রথম সাড়া প্রদানকারী হিসেবে গড়ে তোলা হবে। ভুক্তভোগী ও অসহায়দের কথা সরাসরি শুনে আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। 
 পুলিশ সুপার বলেন, অস্ত্র ও মাদক সংক্রান্তে তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিচ্ছি আমি। ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায় দাবী প্রশ্রয় পাবে না। আইন ভাঙ্গলে পুলিশ সদস্যকেও ছাড় দেওয়া হবে না। প্রতিটি অভিযোগ, জিডি ও মামলা মনিটরিংয়ের জন্য প্রয়োজনে আলাদা দক্ষ টিম গঠন করা হবে।
 তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে পুলিশী অভিযান চলমান থাকবে। গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলা তদন্তে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। পুলিশের সাথে স্থানীয় জনগণের সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা হবে। বিভিন্ন সামাজিক অপরাধ নিবারনে স্থানীয় গণ্যমান্য ও ব্যক্তিবর্গের সমন্বয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন অপরাধ নিবারন ও নিয়ন্ত্রণে তাৎক্ষনিক আইনী ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করা হবে। নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
 পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, স্বাভাবিক ভাবে শান্তি প্রিয় মানুষের শান্তি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী কাজ করে থাকে। রাজবাড়ীতেও সেটার অস্তিত্ব আছে। হাইওয়ে কেন্দ্রীক ডাকাতি, ছিনতাই, মোটর সাইকেল চুরি, প্রত্যন্ত অঞ্চলে নারী শিশু সংক্রান্ত অপরাধ, ধর্ষণের চেষ্টা এবং মারামারিকে কেন্দ্র করে গোষ্ঠী কেন্দ্রীক দ্বন্দের প্রেক্ষাপটে যে খুন হয় এই বিষয়গুলো আমার নজরে এসেছে। আমরা চেষ্টা করবো নিরপেক্ষ ভাবে এবং নির্যাতিতের পক্ষে পক্ষ হয়ে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। যারা ক্রিমিনাল এক্টিভিটিস এর সাথে জড়িত আমরা তাদের ক্রিমিনাল বলতে চাই। যার যতটুকু অপরাধ আমরা আপনাদের(সাংবাদিক) সহযোগিতায়, এই এলাকার জনগণের সহযোগিতায় আইনের কাছে তাদের সোপর্দ করতে বদ্ধ পরিকর। আমরা এই সংক্রান্ত অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আমি মনে আমরা সবাই মিলে সত্যকে সত্য বলতে চাই। মিথ্যা কে মিথ্যা বলতে চাই। দুষ্টু কে দুষ্ট বলতে চাই। অপরাধীকে অপরাধী বলতে চাই। আমরা এখানে কারোর পক্ষপাতিত্বে বা কারো নিজস্ব ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই না।
 পুলিশ সুপার বলেন, সামনে কোরবানি ঈদ। ঈদকে সামনে রেখে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠবে। তাই পশুর হাট কেন্দ্রিক সকল প্রকার চাঁদাবাজি রোধে পুলিশ প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ করতে তৎপর থাকবে। এছাড়াও ঈদ উপলক্ষে বাস টার্মিনাল, সড়ক ও মহসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ কাজ করবে।
 সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, জেলা পুলিশের ইন্সপেক্টর(ক্রাইম) জিন্নাহ সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

রাজবাড়ীতে ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ শুরু
রাজবাড়ী জেলার থানা-ফাঁড়িগুলো জনগণের আস্থা ও ভারসার জায়গায় পরিণত করা হবে----নবাগত পুলিশ সুপার
অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে--প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ