ঢাকা সোমবার, মে ১৯, ২০২৫
রাজবাড়ীতে ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৮ ১৬:৩০:২৫

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় রাজবাড়ী জেলায় ৯দিনব্যাপী হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভূমি আইন ও আইসিটি বিষয়ক পুরোহিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। 
 গতকাল ১৮ই মে সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী শহরের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর মন্দির(নতুন হরিসভা) প্রাঙ্গণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রম(২য় পর্যায়) ফরিদপুর কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে ২৫জন পুরোহিত অংশগ্রহণ করছে।
 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এসআরএস সিপিএস কার্যক্রমের ফরিদপুর জেলার সিনিয়র কনসালটেন্ট প্রশান্ত মল্লিক বিমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরোহিত প্রশিক্ষণের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 
 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এসআরএস সিপিএস কার্যক্রমের ফরিদপুর জেলার সিনিয়র কনসালটেন্ট মিথুন বিশ্বাসের সঞ্চালনায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তী ও শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর মন্দিরের সেবায়েত বিকাশ কৃষ্ণ দাস বক্তব্য রাখেন। 
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আপনারা যারা প্রশিক্ষণ নিতে আসছেন তারা আয়োজকদের থেকে এই ৯দিনে আইন সম্পর্কে জেনে নিবেন, সঠিকভাবে পূজার পদ্ধতি জেনে নিবেন, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জেনে নিবেন এবং ভূমি আইন ও আইসিটি বিষয়ে সম্পুর্ণ বুঝে নিবেন। যারা প্রশিক্ষক আছেন তারা এই বিষয়গুলো সম্পূর্ণটা প্রশিক্ষণার্থীদের বুঝিয়ে দিবেন।
 তিনি আরও বলেন, আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের লিডার কিন্তু আপনি। আপনার থেকে ভক্তরা অনেক কিছু শিখবে। আপনার আচরণ, আপনার কথা, আপনার জ্ঞান সম্পর্কে ফলো করবে যারা আপনার কাছে আসবে। আপনার থেকে অনেকে অনেক কিছু শিখবে তারা। আপনার যেটুকু জ্ঞান রয়েছে সেটাকে আরো আধুনিক করতে হবে। এখন সবার কাছে মোবাইল ফোন রয়েছে। আপনি সেটা অযথা ব্যবহার না করে জ্ঞানের বিষয়ে জানার চেষ্টা করুন। সেটা আবার অন্যদের শেখান। ধর্মীয়রীতিতে আপনারা বিবাহ পড়িয়ে থাকেন। বাল্যবিবাহ কখনো পড়াবেন না। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে।
 এরপর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে জেলা প্রশাসক উপনিষদ ও বেদ সময় এবং পুরোহিত দর্পণ গ্রন্থগুলো প্রদান করেন।

 

রাজবাড়ীতে ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ শুরু
রাজবাড়ী জেলার থানা-ফাঁড়িগুলো জনগণের আস্থা ও ভারসার জায়গায় পরিণত করা হবে----নবাগত পুলিশ সুপার
অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে--প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ