ঢাকা সোমবার, মে ১৯, ২০২৫
বানীবহের ২০ মণ ওজনের রাজার দাম হাঁকানো হচ্ছে ৮ লাখ টাকা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১৮ ১৬:২৩:২৮

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজবাড়ীতে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২০ মণ ওজনের শাহীওয়াল জাতের একটি বিশাল বড় ষাঁড় গরু। 
 পরম যত্ন আর পরিচর্যায় সন্তানের মতন লালন করা ওই গরুটি লাল রঙের হওয়ায় মালিক সুবাস তার নাম রেখেছেন রাজবাড়ীর ‘রাজা’। গরুটি বিক্রির জন্য তিনি দাম হাঁকাচ্ছেন ৮ লক্ষ টাকা।
 ছোট্ট একটি গোয়াল ঘরে রাখা হয়েছে শান্ত স্বভাবের রাজবাড়ীর রাজাকে। গোয়াল ঘরটির চারপাশে আটকানো হওয়ায় ভিতরে তেমন আলো নেই। সারাদিন গোয়াল ঘরের মধ্যেই দিনকাটে রাজার। ২৪ ঘন্টায় রাজার জন্য চালিয়ে রাখতে হয় ফ্যান ও লাইট। রাজার খাদ্য তালিকায় রয়েছে শুকনো খড়। তাছাড়াও ভুট্টা, খেসারি, কোলই ও জবের সংমিশ্রণে তৈরি ভূসী খাওয়ানো হয় রাজাকে। এছাড়াও খাদ্য তালিকায় কাঁচা ঘাসও রয়েছে। এই গরমের মধ্যে রাজাকে মোটরের পাইপের সাহায্য স্যাম্পু ও সাবান দিয়ে গোসল করানো হয় দিনে দুই-তিন বার।
 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা সুভাষ শিকদার(৬১) প্রায় ৪ বছর ধরে নিজ বাড়ীতেই লালন পালন করছে রাজবাড়ীর রাজাকে। ৬ দাঁতের হালকা বাদামি রং এর রাজবাড়ীর রাজার ওজন প্রায় ২০ মণ অর্থাৎ ৮০০ কেজি। সুঠাম দেহের রাজার উচ্চতা ৬ ফুট ও লম্বায় প্রায় ৭ ফুট। বুকের ব্যাড় সাড়ে ৬ ফুট। কোরবানীর ঈদ সামনে রেখে এবার বাজার মাতাবে রাজবাড়ীর এই রাজা। এরই মধ্যে রাজাকে দেখতে খামারি সুভাসের বাড়ীতে আশপাশের এলাকা থেকে ভিড় করছে উৎসুক জনতা।
 খামারি সুভাষ শিকদার বলেন, প্রায় চার বছর ধরে রাজাকে আমি সন্তানের মতন লালন পালন করেছি। এবার ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য রাজাকে প্রস্তুত করছি। ঈদুল আযহা উপলক্ষে এটি আমি বিক্রি করতে চাই। রাজার ওজন ১৮ থেকে ১৯ মণ হবে। এটি শাহীওয়াল জাতের গরু।
 তিনি বলেন, আমি রাজাকে বিক্রির জন্য ৮ লক্ষ টাকা দাম হাঁকাচ্ছি। আমরা গ্রামাঞ্চলের মানুষ। শহরের হাট-বাজার খুব বেশি একটা চিনিনা। আর চিনলেও আমার দ্বারা এত বড় গরু হাটে নিয়ে গিয়ে বিক্রি করা সম্ভব না। আমার ইচ্ছা ভালো খরিদদার পেলে বাড়ী থেকে দাম কম-বেশি করে বিক্রি করে দিবো।
 রাজবাড়ীর রাজাকে দেখতে আসা সুজন বিষ্ণু বলেন, আমার দেখা এ বছরের সবচেয়ে বড় গরু এটি। দেখতেও যেমন রাজার মতন নামও তার রাজবাড়ীর রাজা। গরুটির খোঁজ পাবার পর আমি একনজর দেখে এসেছি।
 জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় কোরবানীযোগ্য গবাদিপশুর সংখ্যা রয়েছে মোট ৪৭ হাজার ৯৬৩টি। এর মধ্যে গরু রয়েছে ২৪ হাজার ২৬০টি, মহিষ রয়েছে ২৩২টি, ছাগল ও ভেড়া রয়েছে ২৩ হাজার ৪৭১টি। চলতি বছর জেলায় কোরবানীর জন্য গবাদিপশুর চাহিদা রয়েছে ৪১ হাজার ৬০১টি। উদ্ধৃত্ত থাকবে ৬ হাজার ৩৬২টি।
 রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফারুক বলেন, শাহীওয়াল জাতের গরু আকারে অনেক বড় হয়। সাধারণত খরচের কথা বিবেচনা করে খামারিরা সচরাচর গরু এতো বড় করতে চান না। এক্ষেত্রে গরুটির মালিক ৪বছর ধরে লালন পালন করে গরুটিকে বড় করেছেন। গরুটিকে যেনো কোন প্রকার ক্ষতিকারক খাবার এবং স্টেরয়েড প্রয়োগ করা না হয় এ বিষয়ে গরুর মালিককে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

 

রাজবাড়ীতে ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ শুরু
রাজবাড়ী জেলার থানা-ফাঁড়িগুলো জনগণের আস্থা ও ভারসার জায়গায় পরিণত করা হবে----নবাগত পুলিশ সুপার
অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে--প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ