ঢাকা মঙ্গলবার, মে ৬, ২০২৫
গোয়ালন্দে পুলিশের অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার ৪জন গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-০৫ ১৬:০১:৪৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রবাসী আল আমিন, সর্বহারা শহীদ মোল্লা ও সুশীল সরকার হত্যা মামলার ৪জন আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 গতকাল ৫ই মে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
 গ্রেপ্তারকৃতরা হলো- প্রবাসী আল আমিন হত্যা মামলায় পাবনা জেলার আমিনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত একরাম মন্ডলের ছেলে রুবেল মন্ডল(২০) ও ওই গ্রামের টিক্কা সরদারের ছেলে মোঃ শাকিল সরদার(২৪), সর্বহারা শহীদ হত্যা মামলায় পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধরাই গ্রামের মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে খায়রুল মন্ডল ও সর্বহারা সুশীল সরকার হত্যা মামলায় গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের মোঃ তোফসের আলী শেখের ছেলে মোঃ রুবেল শেখ(২৭)।
 সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫শে এপ্রিল দুপুর দেড়টার দিকে গোয়ালন্দঘাট উপজেলার রাখালগাছি ট্রলার ঘাটে(সিএন্ডবি রাস্তার মাথায়) অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে প্রবাসী আল আমিনকে মারপিট করে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে গত ২৬শে এপ্রিল সকাল ৭টার দিকে আল আমিনের লাশ নদীতে পাওয়া যায়। 
 জানা যায়, আসামীরা আল আমিনের কাছে চাঁদা দাবী করে। সেই চাঁদার টাকা না পেয়ে আসামীরা পরিকল্পনা মোতাবেক আল আমিনকে হত্যা করে। এই ঘটনায় গত ২৬শে এপ্রিল গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় গত ৪ঠা মে পাবনা জেলার সুজানগর ও আমিনপুর উপজেলার দুর্গম চর এলাকায় রাতভর অভিযান চালিয়ে রুবেল মন্ডল ও মোঃ শাকিল সরদারকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রুবেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। ইতোপূর্বে এই মামলার ঘটনায় মেগা সরদার(৪৭), জুয়েল রানা(৪২) ও ঠান্ডু (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
 অপরদিকে, ২০২৪ সালের ১৩ই জুলাই বিকাল ৪টার দিকে নদী কেন্দ্রীক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মাতুব্বরপাড়া গ্রামের হবি মোল্লার মেহগনি বাগানের মধ্যে সর্বহার নেতা শহীদ মোল্লা (৪৬)কে অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শহীদ মোল্লার বাড়ী পাবনা জেলার আমিনপুর উপজেলা এলাকায়। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান আছে। শহীদ হত্যার ঘটনায় গত ১৪ই জুলাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়। এর ধারাবাহিকতায় গত ৪ঠা মে বিকাল ৪টার দিকে পাবনা জেলার আমিনপুর উপজেলার খাসচরের দুর্গম এলাকা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত খায়রুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খাইরুল আদালতে ১৬৪ দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ইতোপূর্বে সর্বহারা নেতা শহীদ হত্যা মামলায় মোঃ শাকিল খান(২৫) ও মোঃ হাসিবুল হাসান(২২) নামের দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
 অন্যদিকে, নদী কেন্দ্রীক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৪ সালের ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সর্বহারা নেতা সুশীল কুমার সরকারকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার থেকে অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনার পর দিন ২৩শে সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় গত ৪ঠা মে সকাল ৮টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের মাছ বাজার থেকে হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে এই মামলার ঘটনায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী মোঃ তোফাজ্জেল শেখ তোফা(৩৮) মোঃ লোকমান শেখ(৩৫), মোঃ আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) ও মোঃ জনি মোল্লা (৩৪)কে গ্রেপ্তার করা হয়েছে।
 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জানান, রাজবাড়ী জেলা পুলিশের হাতে গোয়ালন্দ ঘাট থানার তিনটি গুরুত্বপূর্ণ হত্যাকান্ডের ৪জন আসামী গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের অনেক বড় একটা সাফল্য ও অনেক বড় একটি অভিযান ছিলো। গ্রেপ্তারকৃত সকল আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
 সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পুলিশের ইন্সপেক্টর(ক্রাইম) মোহাম্মদ আলী জিন্নাহসহ জেলা পুলিশের ঊদ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে পুলিশের টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
গোয়ালন্দে পুলিশের অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার ৪জন গ্রেপ্তার
 মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ