ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে চেয়ারম্যান প্রার্থী টুকু মিজি’র নির্বাচনী আলোচনা সভা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-১২ ১৩:২৮:০০

চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজি’র নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
   গতকাল ১২ই নভেম্বর সন্ধ্যায় মিজানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুর্গাপুর পশ্চিম পাড়া মসজিদের সামনে এলাকাবাসীর ব্যানারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন আহম্মেদ টুকু ফকীরের  সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু’র সঞ্চালনায় সভায় চেয়ারম্যান প্রার্থী টুকু মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আজম মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল খালেক নাদু, কৃষি ব্যাংকের সিবিএ নেতা আব্দুল লতিফ, ছাত্রলীগ নেতা আয়মান আওসাফ মুক্তার, সুজন আহম্মেদ নূরাল, স্থানীয় সাহাবুদ্দিন আহম্মেদ সাহেব, আহম্মদ আলী মোল্লা, ফিরোজ আলী মন্ডল, হাসান খান, আব্দুল আলিম, আজমল হোসেন আজম, মিলন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 
   সভায় চেয়ারম্যান প্রার্থী টুকু মিজি বলেন, আমি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি দল আমাকে মূল্যায়ন করে নৌকা প্রতীক দিবে। আমি নির্বাচিত হলে মিজানপুর ইউনিয়নবাসীর সকল চাওয়া-পাওয়া পূরণে সচেষ্ট হবো। সকলের সাথে আলোচনা করে মতামত নিয়ে কাজ করবো। যে আপনাদের জন্য কাজ করবে আপনারা তাকেই ভোট দিবেন। আপনারা ঐসব লোককে ভোট দিয়েন না যারা চেয়ারম্যান নির্বাচিত হয়ে লুটপাট করে খায়। মানুষের উপর নির্যাতন-জুলুম করে। করোনাকালে আপনাদের পাশে থাকে নাই। যার দ্বারা ইউনিয়নের কোন উন্নয়ন হবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ভেবে-চিন্তে সঠিক লোককে আপনাদের মূল্যবান ভোট দিবেন। 
   স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ